বাংলাদেশের খবর

আপডেট : ২৬ এপ্রিল ২০২১

তালতলীতে মিথ্যা সংবাদ প্রকাশে সংবাদ সম্মেলন


বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু ও সোলায়মান হোসেন সবুজ এর নামে কয়েকটি জাতীয় দৈনিকের অনলাইনে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে সোমবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। বরিশাল বিএম কলেজের সহযোগী অধ্যাপক মো. জাহাংগীর গাজী ও তার ভাই ইউপি সদস্য সিদ্দিক গাজী সাংবাদিকদের মিথ্যা ও ভুল তথ্য দেয়ায় ওই সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ সম্মেলনে সোলায়মান হোসেন সবুজ লিখিতভাবে জানান, তাদের বায়না রেজিষ্ট্রিকৃত জমির দাতা আতাউর রহমান বাদলের কাছ থেকে ২০০৬ সালে সহযোগী অধ্যাপক জাহাংগীর গাজী গং ৮.৯০ একর জমি ক্রয় করে ১৪ বছর পর্যন্ত দখলে আছেন। ওই দাতা আতাউর রহমান বাদল তার অবশিষ্ট ২ একর জমি ২০২০ সালের ২৭ অক্টোবর আমাদেরকে বায়না রেজিষ্ট্রি করে দখল বুঝিয়ে দেন। সে জমিতে আমরা বসত ঘর তুলিলে সহযোগী অধ্যাপক জাহাংগীর গাজী আমাদের নামে সাংবাদিকদের কাছে মিথ্যা ও ভুল তথ্য দেয়। এ ছাড়াও সে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। এ বিষয় বহুবার শালিশ বৈঠকের রোয়েদাত নামায় স্বাক্ষর করেও পরে সে শালিশ মানেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১