বাংলাদেশের খবর

আপডেট : ০২ মে ২০২১

ঈশ্বরদীতে অবৈধ মাটি ব্যবসা বন্ধে অভিযানে আটক ১, গাড়ি জব্দ


ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে রকিবুল ইসলাম নামে এক মাটি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি এক্সকেভেটর জব্দ করা হয়। আটককৃত রকিবুল লক্ষীকুন্ডার ইউনিয়নের বিলকেদার গ্রামের ছাত্তার প্রামানিকের ছেলে।

গত শুক্রবার (৩০ এপ্রিল) গভীর রাতে লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামে অভিযান চালিয়ে এক্সকেভেটর জব্দ ও ব্যবসায়ী রকিবুলকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য আসামিরা পালিয়ে যায়।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম জানান, বিলকেদার পদ্মা নদীর চর হইতে অবৈধ ভাবে মাটির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত বিলকেদার গ্রামের ওয়াহেদ প্রামানিকের ছেলে আনােয়ার হােসেন (৩৮) ও খােকন হােসেন (৩২), মৃত আমজার প্রামানিকের ছেলে শাহিন প্রাং (৪২), আঃ রশিদের ছেলে জাহিদুল প্রাং (৪৫), জিন্না হােসেনের ছেলে আরিফ হােসেন (৩২) ও দাদাপুর গ্রামের, মৃত আহাদ আলী মল্লিকের ছেলে আক্তারুজ্জামান রানা (৪২) পালিয়ে যায়। আটককৃত রকিবুলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাটি কাটার বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেননি।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১