বাংলাদেশের খবর

আপডেট : ০৩ মে ২০২১

কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত


দক্ষিণ কেরানীগঞ্জে গুলিবিদ্ধ এক যুবকের (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে করেরগাঁও সড়কের পাশ থেকে অজ্ঞাত ওই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। 
ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে ডাকাতি করার সময় ঢাকা জেলা ডিবির (দক্ষিন) একটি টিমের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ওই যুবক নিহত হয়। নিহতের পরনে ছিল কালো রংয়ের ফুলহাতা গেঞ্জি ও কালো রংয়ের জিন্স প্যান্ট।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন, রোববার রাত ৮টার দিকে সোবহান নামে স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে করেরগাঁও সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় ৭/৮ জন ডাকাত সড়কে গাছপালা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তার চিৎকারে টহলে থাকা ডিবির টিম ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে ডিবির সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। কয়েক রাউন্ড গুলি গুলিবিনিময়ের পর ডাকাতদল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী অজ্ঞাত এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র পাওয়া গেছে। কিন্তু কি ধরনের অস্ত্র সে বিষয় কোন তথ্য দিতে পারেননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১