বাংলাদেশের খবর

আপডেট : ০৪ মে ২০২১

অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন


শ্রীমঙ্গলে চলতি মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ধান চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা  কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকবীর হোসেন, শ্রীমঙ্গল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় প্রমূখ।

শ্রীমঙ্গল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, এই মৌসুমে ২৭ টাকা কেজি দরে ১১৬৮ মেট্রিক টন ধান ও  ৪০ টাকা কেজি দরে ২৪৭৭ মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ধান ২৮ এপ্রিল থেকে ১৬ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষক ও চাল ৭ মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত মিলারদের কাছ থেকে সংগ্রহ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১