বাংলাদেশের খবর

আপডেট : ০৫ মে ২০২১

বিশেষ ব্যবস্থায় সাকিব-মোস্তাফিজ


ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ আপাতত বন্ধ। আইপিএল থেকে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ফেরার জন্য তাই বিশেষ ব্যবস্থার বিকল্প দেখছে না বিসিবি। তাদের সঙ্গে সমন্বয় করে সব করা হবে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৯ মে দেশে ফেরার কথা ছিল সাকিব ও মোস্তাফিজের। তিন ম্যাচের সিরিজটি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৩ মে। কিন্তু সরকারের নিদের্শনা অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে ফিরলে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন। এই নিয়ে এমনিতেই জটিলতা চলছিল। এসবের মধ্যেই গতকাল দুপুরে ঘোষণা আসে আইপিএল স্থগিত হওয়ার।

কোয়ারেন্টাইন দুই সপ্তাহ করতে হলেও তাই এখন সময় হাতে আছে। তবে আগে দেশে ফিরতে তো হবে! বিসিসিআই জানিয়েছে, আইপিএল থেকে সবার দেশে ফিরতে সব রকম ব্যবস্থাই তারা করবে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাকিব-মোস্তাফিজের ফেরা নিয়ে তারা ভাবছেন।

তিনি বলেন, ‘ফ্লাইট চালু নেই, তাদের যদি আনতে হয়, স্পেশাল অ্যারেঞ্জমেন্টে আনতে হবে বা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে তাদের আসতে হবে। ভারতের সঙ্গে যেহেতু ফ্লাইট বন্ধ, স্পেশাল ব্যবস্থাই লাগবে। আল্টিমেটলি কিন্তু ক্রিকেটারদেরই দায়িত্ব, তাদেরই আসতে হবে। তাদের তো এখানে রিপোর্ট করার কথা, তাই না? ওদেরকে বলা হয়েছে। ওদেরকেই সিদ্ধান্ত নিতে দিন। তবে আমরাও দেখব। সমন্বয় করেই করতে হবে। ‘আনএটেন্ডেড’ থাকবে না এটা।’ সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টাইন নিয়েও ‘স্পেশাল’ ব্যবস্থার চেষ্টা করছে বিসিবি। তারা যেহেতু আইপিএলে জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন, বোর্ডের আশা, দেশে ফেরার পর কোয়ারেন্টাইন শিথিল হবে তাদের জন্য।

তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে জানতে চেয়েছি ওদের ব্যাপারে নির্দেশনা কী হবে বা কিভাবে কী করব। দেখা যাক কী হয়।’

আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিন ম্যাচ খেলে সাকিবের রান ৩৮, উইকেট দুটি। এরপর তিনি জায়গা হারান একাদশে। রাজস্থান রয়্যালসের সাত ম্যাচের সব কটি খেলে মোস্তাফিজের উইকেট আটটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১