বাংলাদেশের খবর

আপডেট : ০৫ মে ২০২১

দোহারে অবৈধ সেমাই কারখানায় র‍্যাবের অভিযান


দোহার উপজেলার বৌ-বাজার এলাকায় র‌্যাবের অভিযানে দুটি অবৈধ সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটির সন্ধান পায় র‌্যাব-১১ এর একটি দল। পরে র‌্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সময় বিএসটিআই এর অনুমোদন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪২ ও ৫২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি আবু সালেহ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোজার শুরু থেকে বৌ-বাজার এলাকার আজিম ও আওয়লাদ নামে দুই ভাই নিজ বাড়িতে এই অবৈধ সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করে আসছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১