বাংলাদেশের খবর

আপডেট : ০৮ মে ২০২১

ভারতের তামিলনাড়ুতে দুই সপ্তাহের পূর্ণ লকডাউন


মহামারি করোনা মোকাবিলায় ভারতের তামিলনাড়ুতে দুই সপ্তাহের পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (১০ মে) থেকে এই লকডাউন শুরু হবে। শনিবার (৮ মে) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবারই রাজ্যটিতে একদিনে ২৬ হাজার ৪৬৫ করোনা রোগী ধরা পড়েছে। একদিনের হিসেবে এটিই এখানে সর্বোচ্চ শনাক্ত। এর একদিন পরেই লকডাউনের ঘোষণা এলো।

সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এমকে স্ট্যালিনের এটাই প্রথম বড় সিদ্ধান্ত। অন্যদিকে, সব রাজ্যকে বিনা মূল্যে টিকা দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গের সদ্য ক্ষমতা নেওয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। গতকাল শুক্রবার ভারতের সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করে মমতার সরকার। এদিকে কংগ্রেস এমপি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে লেখা চিঠিতে বলেছেন, সরকারের ব্যর্থতা দেশকে অবশ্যসম্ভাবী লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে। খবর : আনন্দবাজার।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মধ্যে দু্ই টিকা প্রস্তুতকারক সংস্থা এর দাম ঘোষণা করেছিল। এ নিয়ে দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হয়। বিরোধীদের চাপে তারা টিকার দাম কমিয়ে দিলেও বিতর্ক বন্ধ হয়নি। সেই বিতর্ক উসকে দিয়ে শীর্ষ আদালতে মমতার সরকারের দাবি, টিকাসংক্রান্ত নীতি বদলাতে হবে কেন্দ্রীয় সরকারকে। রাজ্য এবং বেসরকারি হাসপাতালকে কেন ভিন্ন দামে টিকা বিক্রি করা হবে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে পিটিশনে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সোমবার থেকে টিকাকরণ সংক্রান্ত বিষয়ে শুনানি শুরু হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১