আপডেট : ১২ মে ২০২১
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, করোনার প্রভাবে সারা বিশ্ব আজ লন্ডভন্ড। আমাদের প্রতিবেশি দেশ করোনা মোকাবেলায় হিমসিম খাচ্ছে। সেখানে চিতার আগুন এখনো নিভছে না। এই বিষয়গুলো মাথায় রেখে সৌদি আববের মত দেশ ধর্মীয় বিষয়গুলো শিথিল করে দিয়েছে। সামনে ঈদ। তাই সেই বিষয় গুলো আমাদের মাথায় রেখে জীবন জীবিকা চালিয়ে যেতে হবে। নয়তো বিপদ আমাদের পিছু ছাড়বে না। বুধবার দুপুরে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির উদ্যোগে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এক হাজার গরীব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আমরা করোনার প্রথম ওয়েব মোকাবেলা করেছি। দ্বিতিয় ওয়েব সবাইকে মিলে মোকাবেলা করতে হবে। সরকার অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন জনগনকে সচেতন হতে হবে। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আলী হোসেন শিশির (সিআইপি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী পুলিশ সুপার আশরাফুল আজিম(পিপিএম) সহ চেম্বারের সকল পরিচালকেরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১