বাংলাদেশের খবর

আপডেট : ১৮ মে ২০২১

মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার


বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। চলতি অর্থবছরে (২০২০-২১) মাথাপিছু আয় দাঁড়িয়েছে  ২ হাজার ২২৭ ডলার, যা গত অর্থবছরের চেয়ে ১৬৩ ডলার বেশি। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ তথ্য তুলে ধরেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে  বলেন, আমাদের মাথাপিছু আয় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছর আয় ছিল (২০১৯-২০) ২ হাজার ৬৪ ডলার। ডিজিপি ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি। এটা এখন হয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি, যদিও স্ট্যাটিসটিকস এখনো ফাইনাল হয়নি। অর্থ বিভাগ থেকে প্রাথমিকভাবে একটা হিসাব দেওয়া হয়েছে। মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারকে বাংলাদেশে মুদ্রায় রূপান্তর করলে হয় এক লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ৮৪ দশমিক ৮১ টাকা ধরে)।

এটি বার্ষিক হিসাবে। মাসে মাথাপিছু আয় দাঁড়ায় ১৫ হাজার ৭৩৯ টাকার বেশি। এটা আমাদের অর্জন।

সচিব আরো বলেন, কাকতালীয়ভাবে আজকে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর ছিল। ওনার এই সুন্দর একটি দিনে মাথাপিছু আয় বাড়ার বিষয়টি খুবই চমৎকার। এই অর্জনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১