বাংলাদেশের খবর

আপডেট : ১৮ মে ২০২১

ফিলিস্তিনে হামলায় বুবলীর প্রতিবাদ


ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরাইলের হামলার এক সপ্তাহ পার হলো। অপরদিকে পাল্টা জবাব হিসেবে ইসরাইলি শহরগুলোতেও রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনের প্রভাবশালী রাজনৈতিক দল হামাস।

গাজায় অনবরত ইসরাইলি হামলা নিয়ে বিশ্বের অনেক তারকা উদ্বেগ প্রকাশ করেছে। এবার এর প্রতিবাদ জানালেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

বুবলী পোস্টে লিখেছেন, ‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস, এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তাণ্ডব চলেছে ইসরাইলের!’

দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইসরাইল। এই প্রসঙ্গ টেনে বুবলী আরো লেখেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গা শিওরে ওঠে।’

তিনি আরো লেখেন, ‘নির্বিচারে হামলা চালিয়ে ইসরাইলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব? বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।’

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১