বাংলাদেশের খবর

আপডেট : ১৯ মে ২০২১

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬০৮


দেশে কয়েকদিনে করোনায় মৃত্যুর গ্রাফ নিম্নগামী থাকার পর আবারও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে।  যা মঙ্গলবারের চেয়ে ৭ জন বেশি। এ সময়ে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৬০৮ জনের শরীর।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ২৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশের ৪৭৮টি ল্যাবে ২০ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৮৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ, নারী ১৩ জন। তাদের মধ্যে বিশোর্ধ্ব এক ত্রিশোর্ধ্ব তিন, চল্লিশোর্ধ্ব দুই, পঞ্চাশোর্ধ্ব সাত ও ষাটোর্ধ্ব ২৪ জন।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করা হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে ভাইরাসটির প্রাদুর্ভাবের কথা ঘোষণা করে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১