বাংলাদেশের খবর

আপডেট : ২০ মে ২০২১

উত্তরায় সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন


পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক অযাচিত হেনস্থা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে উত্তরায় কর্মরত প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তরা আজমপুরস্থ ঢাকা-বিমানবন্দর মহাসড়কের উপর মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সংস্কৃতিকর্মীরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং সাংবাদিক রোজিনা ইসলামকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির পাশাপাশি স্বাস্থ্য বিভাগের দ‍ুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা বলেন, বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকা প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা যেভাবে হেনস্থা করে আজ কারাগারে বন্দি রেখেছে তার প্রতিবাদ জানাতে আমরা সাংবাদিক সমাজ এখানে উপস্থিত হয়েছি।

মানববন্ধনে অংশ নেয়া সিনিয়র সাংবাদিক হুমায়ুন বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের লিখনীকে দমন করার জন্য সরকারের একটি মন্ত্রণালয়ের কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁকে দমানোর চেষ্টা করেছেন। এজন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
সাংবাদিক রোজিনা ইসলামকেই কারাগারে দেখতে হচ্ছে। যা খুবই লজ্জা ও একই সাথে দুঃখজনক। ভবিষ্যতে কেউ যেন সাংবাদিকদের এ ধরনের হেনস্থা করার দুঃসাহস না দেখাতে পারে সেজন্য সরকারকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

উল্লেখ্য যে, গত ১৭ মে (সোমবার) বিকেলে সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা তাঁকে পাঁচ ঘণ্টা আটকে রেখে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর পর তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। পরে রাত ১২টার দিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ এবং দ-বিধির ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়।

এরই প্রতিবাদে সারাদেশের পাশাপাশি উত্তরায় দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীরাও সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি অন্যায় আচরণের প্রতিবাদে মানববন্ধনের ডাক দেয়।

প্রায় ঘন্টাব্যাপী চলা মানবন্ধনটিতে সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি, তাঁর বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার ও সংশ্লিষ্ট দূর্নীতিবাজ আমলাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবী জানান বক্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১