বাংলাদেশের খবর

আপডেট : ২২ মে ২০২১

ব্যাটিং নিয়ে প্রশ্ন নয় : তামিম


গত এক-দেড় বছরে প্রতিটি সংবাদ সম্মেলনেই একটি প্রশ্ন বারবার শুনতে হয়েছে তামিম ইকবালকে। সেটি তার ব্যাটিং অ্যাপ্রোচ ও স্ট্রাইকরেট নিয়ে। টেস্টের তামিম ইকবালকে নিয়ে প্রশ্ন নেই কারও। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তামিমের ব্যাটিংয়ে ধরন যেন অনেকের কাছেই জুতসই নয়। তাই সাম্প্রতিক সময়ে তামিমকে অনেকবারই উত্তর দিতে হয়েছে নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে। এর মাত্রা এখন এতোই বেশি হয়েছে যে, রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন তামিম। তাই গতকাল শুক্রবার সাফ জানিয়ে দিলেন, ব্যাটিংয়ের অ্যাপ্রোচ নিয়ে আর প্রশ্ন শুনতে চান না তিনি।

শুধু তাই নয়, ভবিষ্যতে কোনো সংবাদ সম্মেলনে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন না করতেও অনুরোধ জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। গত ৪-৫ বছর ধরে যেভাবে খেলছেন তিনি, সেভাবেই ব্যাটিং করবেন বলে পরিষ্কার বার্তা দিয়েছেন তামিম। এভাবেই সফলতা আসায় কোনো পরিবর্তনের পক্ষে নন তিনি। গতকাল দুপুরে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ব্যাটিং অ্যাপ্রোচের বিষয়ে করা প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে মনে হয়, আমি অনেক কথা বলেছি অনেকবার। এটা কখনো থামে না, প্রশ্ন আসতেই থাকে। আমি কোনো অ্যাপ্রোচে খেলব... আমি যে অ্যাপ্রোচে খেলে আসছি গত ৪-৫ বছর ধরে, সেই অ্যাপ্রোচেই খেলব। কারণ আমি এতেই সফল।’

এ সময় সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, ‘এটা নিয়ে আমার ভবিষ্যতে কোনো কিছু বলার নেই। আমি এটা নিয়ে যথেষ্ট কথা বলেছি। আমি সবাইকে অনুরোধ করছি, ভবিষ্যতে এ বিষয়ে আর প্রশ্ন করবেন না।’

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে দলের অধিনায়ক তামিম ইকবালের চিন্তার বড় অংশজুড়ে ফিল্ডিং। তিন ফরম্যাট মিলে গত কয়েক সিরিজ ধরে বাংলাদেশের ব্যর্থতার অন্যতম বড় কারণ ফিল্ডিং। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ, নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি কিংবা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট- সবখানেই প্রকট হয়ে দেখা দিয়েছে ফিল্ডিং ব্যর্থতা। একের পর এক ক্যাচ মিস ও রানআউটের সুযোগ হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশ। ফলে মেলেনি জয়। তাই আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিতে এ বিষয়টির দিকেই বাড়তি মনোযোগ ওয়ানডে অধিনায়ক তামিমের। ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজ জিতলেও, তিন ফরম্যাট মিলে শেষ দশ ম্যাচে জয় নেই বাংলাদেশের। এক্ষেত্রে বড় দায় সেই ফিল্ডিংয়েরই। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তামিম জানালেন, মাঠে যত ব্যর্থতাই দেখা যাক না কেন, অনুশীলনে ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রমই করছেন তারা। তবে ফিল্ডিং ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করেননি তিনি। বরং আগের ব্যর্থতা মেনে নিয়েই নতুন শুরুর আশায় তিনি। তামিম বলেন, ‘এটাই (ফিল্ডিং) একটা বিষয়, যা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত। গত পাঁচ মাস আমাদের খেলা দেখেন যদি, তাহলে দেখুন, ব্যাটিং-বোলিংয়ের চেয়ে ফিল্ডিংয়ের কারণেই বেশি ম্যাচ হেরেছি আমরা। ঘরের মাঠে দুই টেস্ট কিংবা নিউজিল্যান্ডে দ্বিতীয় ওয়ানডেটা দেখুন।’

তিনি আরো যোগ করেন, ‘গুরুত্বপূর্ণ সময়ের ফিল্ডিংয়েই আমরা ম্যাচ ছেড়ে দিয়েছি। সবাই দেখে মাঠে আমরা ম্যাচের দিন কী করছি, খুব কমই মানুষই দেখে অনুশীলনে কী করি আমরা। আমার মতে, (ফিল্ডিংয়ে) উন্নতির জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’ তামিমের নিজের দাবির পক্ষে অবশ্য কথা বলছে তার পরিসংখ্যানও। ২০০৭ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে ২০১৪ পর্যন্ত ১৩৫টি ম্যাচ খেলে ২৯.৮৫ গড় ও ৭৮ স্ট্রাইক রেটে ৩৯৭১ রান করেছেন তামিম। আর ২০১৫ সালের শুরু হতে এখন পর্যন্ত ৭৮ ম্যাচে ৮০ স্ট্রাইকরেট ও ৫০ ছাড়ানো গড়ে করেছেন ৩৪৮১ রান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১