বাংলাদেশের খবর

আপডেট : ২২ মে ২০২১

আবারো এস ডি রুবেল


প্রথমবারের মতো হিন্দি গান গেয়েছেন সংগীতশিল্পী এস ডি রুবেল। শুধু তা-ই নয়, এই হিন্দি গানটি মৌলিক এবং এটির সুরও করেছেন এস ডি রুবেল নিজে। ‘ঈদ মোবারক’ শিরোনামের গানটি ১২ মে নিজের ইউটিউব চ্যানেল ‘এস ডি রুবেল ফাউন্ডেশনে’ প্রকাশ করেন তিনি। হিন্দির পাশাপাশি গানটির একটি বাংলা ভার্সনও রয়েছে। সেটিও একই সময়ে প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন নূর এ আলম ছানা। গানটি প্রসঙ্গে এস ডি রুবেল বলেন, ‘আন্তর্জাতিক মার্কেটের কথা চিন্তা করেই হিন্দিতে গানটি করেছি। আমি মনে করি এর ফলে বাংলাদেশি শিল্পী হিসেবে আন্তর্জাতিক বাজারেও আমার জায়গা তৈরি হতে পারে। ভিনদেশিরাও বাংলাদেশি শিল্পীদের গান, সুর এবং কাজ সম্পর্কে জানতে পারবে।’

তিনি আরো যোগ করেন, ‘আমি মেলোডি গান করতেই বেশি পছন্দ করি। সেই আঙ্গিকেই গানটি করেছি। প্রথম হিন্দি গান হলেও এর জন্য শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’

‘ঈদ মোবারক’ গানটির হিন্দি এবং বাংলা ভার্সন ছাড়াও এবারের ঈদে আরো দুটি গান প্রকাশ করেছেন এস ডি রুবেল। এগুলো হলো ‘বুঝবে কে মন’ এবং ‘তোমাকে দেখার স্বপ্ন’। এস ডি রবেল সংগীত শিল্পে তার নিজের লেখা সুর ও কণ্ঠে ‘অশ্রু’ একক অ্যালবামের মাধ্যমে প্রথম সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘অনেক বেদনা ভরা আমার এ জীবন’, ‘লাল বেনরশি’ গানের মধ্য দিয়ে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। গায়কের পাশাপাশি তিনি একাধারে একজন গীতিকার, সুরকার, অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

 তিনি প্রায় ৮-১০টির মতো নাটক ও টেলিফিল্মের প্রযোজনা করেছেন। এস ডি রুবেল প্রায় ১ হাজার ৪০০ নতুন বাংলা গানে, অডিও অ্যালবামের জন্য কণ্ঠ দিয়েছেন। অন্যদিকে প্রায় ১০০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, এ ছাড়া দুটি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। এস ডি রুবেল বাংলাদেশের প্রথম গায়ক যিনি প্রথম, গায়ক থেকে নায়ক হয়েছেন এবং বৃদ্ধাশ্রম নামক একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। এস ডি রুবেল অন্যদিকে নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, ম্যাগাজিন অনুষ্ঠান, ডকু ড্রামা পরিচালনা করেছেন এবং করেছেন বিভিন্ন সাংস্কৃতিক প্রযোজনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১