বাংলাদেশের খবর

আপডেট : ২২ মে ২০২১

এবার হিমসাগর রপ্তানি শুরু


সাতক্ষীরা সদর প্রতিনিধি

সাতক্ষীরার গোবিন্দভোগ আমের পরে এবার হিমসাগর আম রপ্তানি শুরু হয়েছে। মাটি ও আবহাওয়াজনিত কারণে সাতক্ষীরার আম আগে পেকে যায় এবং স্বাদে, গুণে ও মানে অনন্য হওয়ায় বরাবরের মতো এবারো আগেভাগেই ইউরোপে যাচ্ছে সাতক্ষীরার হিমসাগর।

জানা গেছে, গত মৌসুমে ঘূর্ণিঝড় আম্ফানের কারণে রপ্তানি বিঘ্নিত হলেও কৃষি বিভাগের প্রচেষ্টায় এবং বেসরকারি সংস্থা উত্তরণ ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সফল প্রকল্পের সহযোগিতায় চলতি মৌসুমে ৮ মে থেকে গোবিন্দভোগ আম পাঠানোর মাধ্যমে বিদেশে রপ্তানি কার্যক্রম শুরু হয়। এরপর নির্ধারিত সময় অনুযায়ী গতকাল শুক্রবার থেকে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটির হাফিজুর রহমানের বাগান থেকে রপ্তানি শুরু হয় হিমসাগর আম। সকালে এই রপ্তানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী

কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, জেলা বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১