বাংলাদেশের খবর

আপডেট : ২৬ মে ২০২১

বিএসটিআই’র অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ


বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ফ্রুট ড্রিংকস, কার্বোনেটেড বেভারেজসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে আশুলিয়ার গ্রুপ ৫০ এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল মঙ্গলবার ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআই’র লাইসেন্স গ্রহণে বাধ্যতামূলক পণ্যের তালিকাভুক্ত লিচি ফ্লেভার্ড ড্রিংকস, ম্যাংগো ফ্লেভার্ড ড্রিংকস, মুড়ি, সয়াবিন তেল, চিলি পাউডার, চকলেটসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। কিন্তু এসব পণ্যের উৎপাদন ও বাজারজাত করা জন্য বিএসটিআই থেকে কোনো ধরনের মান সনদ নেওয়া হয়নি। এমনকি মান সনদ গ্রহণের আবেদনও করা হয়নি।

এ সময় এসব পণ্যের বিপুল পরিমাণ মোড়ক ও খালি বোতল জব্দ করা হয়। প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জরিমানা ও মামলা করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১