বাংলাদেশের খবর

আপডেট : ২৬ মে ২০২১

মালি নিয়ে জরুরি বৈঠক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের


জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার গ্রিনিচমান সময় ১৯০০ টায় মালি সংকট নিয়ে জরুরি বৈঠকে বসার আশা করছে। মালির সামরিক বাহিনী দেশটির অন্তবর্তী নেতাদেও আটক করার পর নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। খবর এএফপি’র।

ফ্রান্স, নাইজার, তিউনিশিয়া, কেনিয়া ও সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রিনাডিনেসের অনুরোধে এ বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের আবেদন জানানো এ চারটি দেশের সব দেশ বর্তমানে জাতিসংঘের এ শীর্ষ সংস্থার অস্থায়ী সদস্য।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ভেসলিড্রিয়ান এর আগে প্যারিসে বলেছিলেন যে মালির অভ্যুত্থানের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকের জন্য আবেদন জানানো হবে। তবে এটি কখন হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
এ জরুরি বৈঠক চলাকালে যৌথ কোন ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে কিনা সে ব্যাপারে কোন ইঙ্গিত পাওয়া যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১