বাংলাদেশের খবর

আপডেট : ২৯ মে ২০২১

কোষ্টগার্ডের অভিযানে দুই লাখ ৪০ হাজার রেনু পোনা আটক, নদীতে অবমুক্ত


পটুয়াখালীর কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপে করে পাচারের সময় ২৪ টি প্লাষ্টিকের ড্রাম ভর্তি দুই লাখ ৪০ হাজার পিস বাগদা চিংড়ির রেনু পোনা আটক করেছে কোষ্টগার্ড নিজামপুর ষ্টেশনের কর্মকর্তারা।

কোষ্টগার্ড নিজামপুর ষ্টেশনের পেটি অফিসার হরি প্রসাদ সিংহ জানান, শনিবার ভোররাতে কলাপাড়া- কুয়াকাটা সড়কের চাকামইয়া ব্রিজ এলাকা থেকে এ রেনু আটক করা হয়। আটক করা পোনা শনিবার দুপুরে সোনাতলা নদীতে কলাপাড়া উপজেলা  মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়। তবে রেনু পাচারের সাথে জড়িত কাউকে আটক করা হয়নি।

কলাপাড়ার আলীপুর, মহিপুর ও ধুলাসার এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানের মাছের ঘরে অবৈধভাবে ধরা রেনু রাতের আঁধারে পাচার করে আসছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১