বাংলাদেশের খবর

আপডেট : ২৯ মে ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ৩০ মে শাহবাগে গণস্বাক্ষর


শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল রোববার (৩০ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর এ কর্মসূচি পালন করার কথা রয়েছে।

আজ শনিবার (২৯ মে) ‘অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ আন্দোলনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান এ তথ্য জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, ‘সারাদেশে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কেউই শিক্ষার্থীদের চাহিদা বুঝতে পারেনি। প্রতিবারের মতো তারা তাদের নিজেদের মতো করে শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন। আমরা এটা মেনে নেব না, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘চলমান আন্দোলনের ধারাবাহিকতায় রোববার (৩০ মে) শাহবাগে আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করব। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই কর্মসূচি পালিত হবে। তাছাড়া একই স্থানে নাগরিক সংহতি সমাবেশও অনুষ্ঠিত হবে। শাহবাগ ছাড়াও দেশব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

আন্দোলনরত সব শিক্ষার্থীকে কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকাসহ সারাদেশের কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১