বাংলাদেশের খবর

আপডেট : ৩১ মে ২০২১

কলমাকান্দায় বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু, বৃদ্ধ কৃষক গুরুতর আহত 


নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু ও এক কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার (৩১ মে) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নে ধনুন্দ গ্রামে বজ্রপাতের ঘটনায় গরুগুলো মারা যায়। এসময় বৃদ্ধ কৃষক হরিমন সরকার (৬০) আহত হয়েছেন। 

আহত বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বৃদ্ধের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হরিমান তার ছয়টি গরু মাঠে ঘাস খাওয়ার জন্য দিয়ে এসেছিলেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আকাশে কালো মেঘ ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তিনি সেখান থেকে গরুগুলোকে গোয়ালে তোলার জন্য বাড়ির উঠানে নিয়ে আসেন। এরমধ্যে দুটি গরুকে গোয়ালে বেঁধে বাকি গরুগুলোকে উঠান থেকে আনতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারটি গরু মারা যায় এবং ওই বৃদ্ধ কৃষক গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন বৃদ্ধ হরিমনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

কলমকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উম্মে সুমাইয়া বলেন, বজ্রপাতের প্রভাবে পালস কম ও হার্টে সমস্যা হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১