বাংলাদেশের খবর

আপডেট : ০১ জুন ২০২১

কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু


প্রায় দুই মাস বন্ধ থাকার পর কক্সবাজার বিমানবন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

আজ মঙ্গলবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রথম ফ্লাইট অবতরণ করে। এর আগে সোমবার (৩১ মে) কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠা-নামার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক আল আমিন ফারুক জানান, দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (১ জুন মে) থেকে আবারও শুরু হয়েছে কক্সবাজার বিমানবন্দরে বিমান চলাচল। সকাল সাড়ে ৯টায় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ারের দুইটি ফ্লাইট ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের পথে আকাশে উড়ার কথা থাকলেও সাড়ে ১০টার দিকে বিমান ২টি ঢাকার রানওয়ে ছেড়েছে। সাড়ে ১১টার দিকে বিমানগুলো কক্সবাজার অবতরণ করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১