আপডেট : ০২ জুন ২০২১
কলাবাগান থেকে ডা. সাবিরা রহমানের মরদেহ উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর কলাবাগান থানায় মামলা করে নিহতের মামাতো ভাই রেজাউল হাসান। তবে, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। গতকাল দুপুর আড়াইটায় ঢাকা মেডিক্যালে ডা. সাবিরা রহমানের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। বিস্তারিত জানতে ডিএনএ পরীক্ষার আলামত সিআইডিতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দুপুরে কলাবাগান ফার্স্ট লেনের ৫০/১ নম্বর বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে ডা. সাবিরার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সাবিরা রহমান নামের ওই নারী চিকিৎসক ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগে কর্মরত ছিলেন। নিহতের মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেইসাথে তার শোয়ার ঘরে আগুনের আলামতও পাওয়া যায়। সাবিরা রহমান যে বাসায় ভাড়া থাকতেন সেখানকার একটি কক্ষ এক তরুণী শিক্ষার্থীকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবলেটের বাসিন্দা, তার এক বন্ধু এবং বাসার দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১