বাংলাদেশের খবর

আপডেট : ০৯ জুন ২০২১

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরো ৮ জনের মৃত্যু 


মহামারি করোনাভাইরাসে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে রাজশাহীর ৫ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। মৃতদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ছিলেন ৪ জন, উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ৩৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজশাহীর ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, মেহেরপুর ও চুয়াডাঙ্গার একজন করে। এর ফলে হাসপাতালে এখন ২৭৭ জন ভর্তি আছেন।

এরমধ্যে রাজশাহী ১৩৯ জন, চাঁপাইয়ের ১০২ জন, নওগাঁর ১৩ জন, নাটোরের ১৭জন, পাবনার ৩জন ও কুষ্টিয়ার ৩জন।

গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪৪৮ টি নমুনা পরীক্ষায় ১৯৯ জনের করোনা পজিটিভ আসে। পিসিআর মেশিনে  শনাক্তের হার ৪৪ দশমিক ৪২ শতাংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১