বাংলাদেশের খবর

আপডেট : ১১ জুন ২০২১

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৫ জনের মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে নতুন আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

তিনি জানান, যে ১৫ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জের ৬ ও নাটোরের ১ জন রয়েছে।

তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে ৩৭৩ জনের আর শনাক্ত হয়েছে ১৪৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮.৩৩ শতাংশ।

এদিকে আজ শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত রাজশাহীতে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১