বাংলাদেশের খবর

আপডেট : ১৭ জুন ২০২১

ঢাকা-গাজীপুর রুটে চালু হচ্ছে ট্রেন


তুরাগ, কালিয়াকৈর ডেমু ও টাঙ্গাইল কমিউটার নামের তিনটি ট্রেন রোববার থেকে চলবে।

করোনারা কারণে সীমিত আকারে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। যার কারণে ঢাকা-গাজীপুর রুটের সব লোকাল, কমিউটার ও ডেমু ট্রেন চালু রাখা হয়েছে।

সম্প্রতি এই রুটের সড়কপথে যাত্রীদের ব্যাপক ভোগান্তি বেড়ে যাওয়ায় আগামী রোববার (২০ জুন) থেকে তিনটি ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত হোসেন।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) তিনি বলেন, তুরাগ, কালিয়াকৈর ডেমু ও টাঙ্গাইল কমিউটার নামে তিনটি ট্রেন রোববার থেকে চলবে।

এসব ট্রেনের টিকিট বিক্রির ব্যবস্থা অনলাইনে নেই, টিকিট বিক্রি হবে কাউন্টারেই। তবে এক আসন ফাঁকা রেখে অর্ধেক টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১