বাংলাদেশের খবর

আপডেট : ১৭ জুন ২০২১

ভূঞাপুরে জুয়ার দেনা শোধ করতে না পেরে জুয়াড়ির আত্মহত্যা


টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার টাকা পরিশোধ করতে না পারায় বিষপানে আত্মহত্যা করেছে শরীফ (৩৫) নামের এক জুয়াড়ি। উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শরীফ ওই গ্রামের উখিলা শেখের ছেলে।

আজ বৃহস্পতিবার মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে সে বিষপান করলে তার স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, শরীফ বিভিন্ন এলাকায় গিয়ে নিয়মিত জুয়া খেলতো। জুয়া খেলে সে প্রায় ৭ লাখ টাকা জুয়াড়িদের কাছ থেকে ঋণ করে। পরে ওই ঋণের টাকা বুধবার রাতেই পরিশোধ করার কথা ছিল। কিন্তু টাকা জোগার করতে না পারায় সে বিষপানে আত্মহত্যা করে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানান, এ ঘটনায় কেউ এখনও অভিযোগ করেনি। এ বিষয়ে তদন্ত চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১