বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জুন ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ছাড়িয়েছে : রয়টার্স


রয়টার্সের হিসেব অনুযায়ী, বিশ্বে করোনার মৃত্যু ৪০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে ২০ লাখ মারা গেছে একবছরেরও বেশি সময়ে। বাকি বিশ লাখের মৃত্যু হয়েছে মাত্র ১৬৬ দিনে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে মোট মৃত্যু ৩৮ লাখ ৫৭ হাজারের বেশি।  

করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৯৬৯ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৫৩৩ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৮৩৫ জন।

করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে ভারতে। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার তিনশ ১০ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৬২ হাজার ৪শ দুইজন।

করোনায় মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত হয়েছে ১১ হাজারের কিছু বেশি। নতুন করে দেশটিতে মৃত্যু হয়েছে দুইশ ৮৬ জনের। ব্যাপক হারে করোনা টিকা দেয়ার পর যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ও মৃত্যু দুইই কমেছে।

সংক্রমণ কমে আসায় মঙ্গলবার থেকে বিধিনিষেধ তুলে নিচ্ছে মিশিগান অঙ্গরাজ্য। তবে যুক্তরাষ্ট্রে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে বলে সতর্ক করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-সিডিসি।  

অন্যদিকে, নতুন করে সংক্রমণ দেখা দেয়ায় মাস্ক বাধ্যতামূলক করেছে অস্ট্রেলিয়ার সিডনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১