বাংলাদেশের খবর

আপডেট : ২০ জুন ২০২১

রাজশাহীতে করোনায় আরও ১০ জনের মৃত্যু


রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আজ রোববার (২০ জুন) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৯জুন) সকাল ৯টা থেকে রোববার (২০ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

মৃত ১৩ জনের মধ্যে সাতজনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং নওগাঁর একজন মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজের দেওয়া তথ্য মতে, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১ জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে ৮১৫ জনের নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৯৯ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ৩০৯টি করোনা শয্যার বিপরীতে হাসপাতালে ভর্তি আছে ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১