বাংলাদেশের খবর

আপডেট : ২৪ জুন ২০২১

ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মুত্যু


বাগেরহাটের ফকিরহাটে একদিনে করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টার দিকে আনোয়ারা বেগম নামের ৭০বছর বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও এদিন বিকেলে অর্থাৎ ৬ঘন্টার ব্যবধানে বিকেল ৩টার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন টপি আক্তার (৪৫) নামের এক নারী।

ফকিরহাটে বর্তমানে প্রায় প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে মুত্যুর খবর শোনা যায়। বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। এদিন ২৮জনের নমূনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে করেনা শনাক্ত হয়েছে ৮জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫শতাংশ। স্বাস্থ্যবিধি না মানায় অত্র উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।

এদিকে ফকিরহাটে করোনা সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সর্বত্রই ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ কাজ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১