বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুন ২০২১

কালিয়াকৈরে মহাসড়কে যান চলাচল বন্ধ


গাজীপুরেরর কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে লকডাউন বাস্তবায়নের চেষ্টায় কঠোর অবস্থানে রয়েছে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ।

সরকারের আদেশে এক সপ্তাহের লকডাউনের তৃতীয় দিনে আজ শুক্রবার সকাল থেকে  জেলা ট্রাফিক  পুলিশের নেতৃত্বে মহাসড়ক গুলোতে বিভিন্ন পয়েন্টে  চেকপোস্ট বসিয়ে পুলিশ কঠোর তৎপরতা  চালাচ্ছে।

সরজমিনে দেখা যায়, বিধিনিষেধ অনুযায়ী উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সব ধরণের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পণ্যবাহী ট্রাক রিকশা, সিএনজি চালু রয়েছে। আর দুরপাল্লার জেলা থেকে আসা যাত্রীরা পরেছে বিপাকে, পোহাতে হচ্ছে চরম ভোগান্তিতে।

এদিকে পোষাক তৈরি কারখানা সহ বিভিন্ন কলকারখানা খুলা থাকায় অটোরিকসা, ইজিবাইক,ও সিএনজি করে দিগুন ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ জনগণের।

গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের  পরিদর্শক খায়রুল হাসান সরকার জানান সকাল থেকেই নিজে মাঠে থেকে সব কিছু তদারকি করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১