বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুন ২০২১

ফকিরহাটে চলছে লকডাউন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি


বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে শুরু হয়েছে কঠোর লকডাউন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে উপজেলা লকডাউন শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই লকডাউনের চলবে।

ফকিরহাট উপজেলা প্রশাসন জানান, বাগেরহাট জেলায় করোনা নিয়ন্ত্রণ রাখতে বুধবার বিকেলে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা করে সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। ফকিরহাটে ওষুধের দোকান, কাচা বাজার, মুদি দোকান, মাছের বাজার ব্যতিত সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্দ রয়েছে।

তবে লকডাউনের বিধি নিষেধ মানছেন না অনেকেই। নানা অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছেন। অধিকাংশ মানুষের মূখে নেই মাস্ক।স্বাস্থ্যবিধি না মানায় অত্র উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা পারভীন বলেন, লকডাউন বাস্তবায়িত করার লক্ষ্যে পুলিশ সদস্যরা বিভিন্ন বাজার ও সড়কে টহল দিচ্ছেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন পরিস্থিতি মনিটরিং করছেন। যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করছেন এবং স্থাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে সচেতন করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১