বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জুন ২০২১

সলঙ্গায় সরকারী নির্দেশনা অমান্য করায় মাদরাসা বন্ধ ও জরিমানার নির্দেশ


৩৩৩ নম্বরে অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেন জেলা প্রশাসন। সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে সরকারী নির্দেশনা অমান্য করে করোনা কালীন সময় মাদরাসা খোলা রেখে পরিচালনা করায় হিফযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা দিয়ে মাদরাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়। 

আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হিফযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালান করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, পেশকার জাহাঙ্গীর আলম ও জেলা পুলিশের সদস্যরা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান জানান, ৩৩৩ নম্বরে অভিযোগে প্রেক্ষিতে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার এর নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে মাদরাসায় গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। মাদরাসা খোলা রেখে ১০৭ জন ছাত্রকে শিক্ষা দিচ্ছে। দন্ড:বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করি। এবং মুচলেকা নিয়ে মাদ্ররাসা বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। সেই সাথে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১