বাংলাদেশের খবর

আপডেট : ০২ জুলাই ২০২১

মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ঘাট ফাঁকা


সারা দেশে কঠোর লকডাউনের আজ শুক্রবার চলছে দ্বিতীয় দিন। এ লকডাউনে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ফাঁকা রয়েছে আরিচা ও পাটুরিয়া ঘাট। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কসহ জেলা শহরও জনমানব শূন্য হয়ে পড়েছে। সড়ক ও মহাসড়কে  সাধারণ মানুষের ভিড় নেই। শুধুমাত্র পায়ে চালানো কিছু রিকশা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে এমনিতেই লোকজন ঘর থেকে বের হচ্ছে না। ফলে রাস্তা ঘাট শহর এলাকায় লোক-সমাগম নেই বললেই চলে।

এদিকে লকডাউন বাস্তায়ন করতে জেলার বিভিন্ন স্থানে এবং ঢাকা-আরিচা মহাসড়কসহ আরিচা ও  পাটুরিয়া ঘাটে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। জেলা শহরের অভ্যন্তরীণ বিভিন্ন রাস্তা বাঁশ বেঁধে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে মোড়ে মোড়ে রয়েছে পুলিশের টহল। প্রয়োজন ছাড়া রাস্তায় লোকজন বের হলে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে তাদেরকে। এছাড়া মানিকগঞ্জ জেলায় পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি টহল টিম এবং  বিজিবি'র দুইটি টিম রয়েছে। এরা সাধারণ মানুষদেরকে সচেতন করছেন।

উপজেলা এবং ব্যস্ততম এলাকাগুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয় সুত্রে জানা গেছে, আরিচা ও পাটুরিয়া ঘাট এলাকায় কোন যাত্রী নেই। স্বল্প সংখ্যক ফেরি দিয়ে শুধু জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১