বাংলাদেশের খবর

আপডেট : ০৫ জুলাই ২০২১

‘খাবার দিন, নইলে গুলি করুন’


উপজেলা পরিষদের সামনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠে গতকাল রোববার সকালে লকডাউন উপেক্ষা করে ভ্যানচালকদের জমায়েত ও বিক্ষোভ হয়েছে। এই সময় ভ্যানচালকরা দাবি করেন, ‘আমাদের ভ্যান চালানোর অনুমতি দিন, নতুবা খাবার দিন, আর কোনোটাই না হলে গুলি করে মেরে ফেলুন।’ ভ্যানচালক আলী বলেন, ‘আমি দিনমজুর খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। আমার মতো অনেকেই আছে প্রতিদিন ভ্যান চালিয়ে যে টাকা আয় করে, তা দিয়ে সংসার চালায়। আজ (রোববার) লকডাউনের ৪র্থ দিন আমার ঘরে খাবার নাই, আমি খাবার চাই।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউ জা উল জান্নাহ বলেন, সরকারিভাবে এখনো পর্যাপ্ত খাবার আসেনি, তাই এই মুহূর্তে সবাইকে খাবার দেয়া সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। সামান্য যেটুকু আছে, অতি অসহায় মানুষকে দিচ্ছি। ভ্যান চালানোর অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, ইঞ্জিনচালিত ভ্যান চালানো যাবে না, তবে পা চালিত ভ্যান, শারীরিক দূরত্ব বজায় রেখে চালাতে পারবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কথায় আশ্বস্ত হয়ে ভ্যানচালকরা ঘরে ফিরে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১