বাংলাদেশের খবর

আপডেট : ০৫ জুলাই ২০২১

ভাইরাল ভাইরাসে আক্রান্ত সাফা


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে ‘ভাইরাল ভাইরাস’ শিরোনামে একটি একক নাটক। শাওন কৈরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা ইয়াশ রোহানকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-শহীদুজ্জামান সেলিম, করবি মিজান, ফরহাদ লিমন প্রমুখ। এরই মধ্যে নাটকটির শুট শেষ হয়েছে।

নাটকটির গল্প প্রসঙ্গে এখনই বিস্তারিত জানাতে চান না পরিচালক গৌতম কৈরী। নাটকটি সম্পর্কে সাফ কবির জানান, ‘একটা মেয়ের গল্প নিয়ে এগিয়ে যাবে নাটকটি। যে মেয়ে ভাইরাল হতে চায়। আর সে কারণেই তার পরিবার ও আশপাশের মানুষেরা বেশ চিন্তিত। এর বেশি এখনই গল্প বলা যাবে না। তবে নাটকটি শেষ হবে একটি সামাজিক বার্তা দিয়ে।’ আসন্ন ঈদুল আজহার আয়োজনে ‘ভাইরাল ভাইরাস’ নাটকটি এনটিভির পর্দায় ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছেন সাফা কবির। সম্প্রতি এ জন্য ইউটিউবের কাছ থেকে পেয়েছেন সিলভার বাটন। আগে প্রচুর টিভি নাটকে দেখা যেত সাফাকে। এখন কাজ করছেন খুব বেছে।

সাফা বলেন, ‘প্রতি মাসে বা দুই মাস পরপর একটি করে কনটেন্ট আমার চ্যানেলে আপলোড করি। আমি যেহেতু একজন অভিনয়শিল্পী ও মডেল, তাই আমার কাজের পেছনের গল্পগুলো ভক্তদের দেখানোর চেষ্টা করছি।’

এ ক্ষেত্রে কিছুটা হলেও বাড়তি সুবিধা পান সাফা। বলেন, ‘আমি যখন কোনো নাটক বা বিজ্ঞাপনে কাজ করি, তখন আমার সহশিল্পীরাও পেছনের গল্পের ভিডিও শুট করে কনটেন্ট তৈরিতে সহযোগিতা করেন। তারাও ভিডিওর পার্ট হয়ে যান, তাতে ভিডিও আরো স্মার্ট হয়। এর আগে কাজ করতে গিয়ে সহশিল্পী সিয়াম, তৌসিফ, জোভানকে নিয়ে কনটেন্ট তৈরি করে চ্যানেলে আপ করেছি। তারকাদের পেছনের গল্পের ভিডিও ভক্ত  দর্শকেরা খুবই পছন্দ করেন।

ভক্তরা ব্যক্তিগত জীবনের গল্প বেশি জানতে চান বলে জানালেন সাফা। তিনি বলেন, ‘তারা দেখতে চান, ঘুম থেকে উঠে কী করি, সারা দিন আমার কী কী কাজ থাকে, কী খাই, আমার ঘুমানোর ঘর্তএসব বিষয়ে। এমনকি আমি কী লিপস্টিক ব্যবহার করি, কীভাবে চুল বাঁধি, এসবও জানতে চান। একবার কয়েকজন ভক্তের অনুরোধে আমার চুল কার্ল করা ও বেণি বাঁধার ভিডিও আপ করেছিলাম। সেই কনটেন্ট দেখে কয়েকজন ভক্ত আমার মতো করে চুল বেঁধে ও কার্ল করে ছবি তুলে আমাকে পাঠিয়েছিলেন। দেখে খুব ভালো লেগেছিল।’

নাটকের জন্য গল্প লিখেছেন এই তারকা। এর আগে সাফার লেখা বিয়ে করা বারণ ও লাস্ট ব্রেকআপ নামে দুটি গল্পে নাটক নির্মিত হয়েছে। আরেকটি নাটক লিখছেন তিনি। গল্প লেখা আগেই শেষ হয়েছে। কয়েকজন পরিচালকের সঙ্গে কথাও বলেছেন। যদিও কে নির্মাণ করবেন তা এখনো ঠিক করেননি তারকা।

তবে আগের থেকে এখন বেছে বেছে কাজ করলেন সাফা। এ বিষয়ে সাফা বলেন, ‘আমার মনে হয়েছে, মধ্যে টানা অনেক কাজ করে ফেলেছি। এসব কাজ করতে গিয়ে শুটিংয়ের আগে ভালোভাবে চিত্রনাট্য পড়া বা চরিত্র নিয়ে কাজ করতে পারিনি। এখন প্রতিযোগিতার যুগ। কাজ কম করলেও ভালো কাজ করে টিকে থাকতে হবে। তাই সব কাজ নিচ্ছি না। বিরতি দিয়ে কাজ করছি। বিরতির সময়টাতে পরবর্তী কাজের চিত্রনাট্য পড়ি, নিজের চরিত্রের প্রস্তুতি নিই। ব্যালেন্স করে কাজ করার চেষ্টা করছি।’

ছোটপর্দা ছাপিয়ে বড়পর্দায় অভিনয় করতে চান এই তারকা। বলেন, ‘অনেক ইচ্ছা সিনেমায় অভিনয় করার। যখনই সুযোগ হবে, তখনই সিনেমায় কাজ করব। অনেকেই প্রস্তাব দিয়েছেন, গল্প ও পরিচালক পছন্দ হয়নি। ব্যাটে-বলে মিলছে না, আমার দুর্ভাগ্য।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১