বাংলাদেশের খবর

আপডেট : ১০ জুলাই ২০২১

ঈদুল আজহা কবে, জানা যাবে রোববার


মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা দেশে কবে উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল রোববার। জিলহজ মাসের চাঁদ দেখতে আগামী রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা।

আগামীকাল রোববার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সোমবার থেকে মাস গণনা শুরু হবে। ধর্মীয় হিসেব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ২১ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে আগামী পরশু অর্থাৎ সোমবার জিলকদ মাস পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার (১৩ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সারা দেশে ঈদ উদযাপিত হবে ২২ জুলাই।

জানা গেছে, মাগরিবের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এ সভায় চাঁদ দেখতে পাওয়ার ওপর নির্ভর করে পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ ও ঘোষণা করবে এই কমিটি।

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল রোববার থেকে জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১