বাংলাদেশের খবর

আপডেট : ১১ জুলাই ২০২১

রামেক করোনা ওয়ার্ডে আরো ১৯ জনের মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী রোববার সকালে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ৯ জন রাজশাহীর, ৬ জন নাটোরের, ২ জন নওগাঁর। এ ছাড়া পাবনা ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।

এর আগে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে মারা যান।

ব্রিগেডিয়ার ইয়াজদানী জানান, রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৪ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫১৮ জন।

আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৮২টি নমুনা পরীক্ষায় ৩০ জন করোনা পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১