বাংলাদেশের খবর

আপডেট : ২০ জুলাই ২০২১

ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ


রাজধানীর কামরাঙ্গীচর থানার ব্যবসায়ী মো. মজিবর রহমানকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আনোয়ার হোসেন আকাশ ওরফে আনু ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এ অবস্থায় নিরাপত্তা চেয়ে রাজধানীর কামরাঙ্গীচর থানায় সাধারণ ডায়েরি করেছেন ব্যবসায়ী মো. মজিবর রহমান ।

ডায়েরিতে তিনি বলেন, তিনি একজন ব্যবসায়ী। কামরাঙ্গীচরের নবাবচর মৌজার খতিয়ান নং, সিটি জরিপে ৪১৪ ও ২২৯৫ নং, দাগ নং সি এস ও এস, এ. ১৬৩, আর, এস- ৩৪৬, সিটি জরিপে - ৩১৪৬, জমির পরিমাণ ০৮৩০ অযুতাংশ। হোল্ডিং নং-১০৩। এই জমির পূর্বের মালিক ডা. ওহিদুজ্জামান গং দের নির্মিত চারিদিকে বাউন্ডারি ও ৫ টি সিসি ক্যামেরাসহ একটি টিনশেজ জি, ১টি সাবমার্সেবল পানির পাম্প, ১ বৈদ্যুতিক মিটারসহ আমরা মোট ১৮ জন সদস্য খরিদ সূত্রে মালিক হইয়া বর্তমানে ভোগ দখলে আছি। আমরা জমি ক্রয় করেছি এবং ভোগ-দখল রত মালিক জানতে পেরে তারা তাদের কয়েকজন সহযোগী নিয়ে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে এসেছে পিরোজপুরের নাজিরপুর থানার আনোয়ার হোসেন আকাশ ওরফে আনু, তার স্ত্রী হোসনে আরা এবং মেয়েরা। তারা কামরাঙ্গীচরের নন্তসা পাড়ায় থাকে।

তিনি আরো বলেন, বাড়ি নির্মাণের জন্য পাইলিং শুরু করলে ১৯ জুলাই দুপুরের দিকে ওই জায়গায় এসে জমির মালিকদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষা ভাষায় গালিগালাজ করে। শ্রমিকদের মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়।

মো. মজিবর রহমান বলেন, তারা আমার উপর ক্ষিপ্ত হইয়া বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। তারা বলে ‘কিভাবে জমিতে বাড়ি ও কাজ করিস দেখে নেবো, তোদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেল খাটাবো। সিসি ক্যামেরাসমূহের ফুটেজ দেখলে বিস্তারিত জানা যাবে। বিবাদীরা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে আনোয়ার হোসেন আকাশের সাথে কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, আনুর বিরুদ্ধে কামরাঙ্গীচর, লালবাগ, কোতোয়ালী ও হাজারীবাগ থানায় একাধিক মামলাও আছে। এছাড়া থানায় একাধিক জিডিও রয়েছে।

এ বিষয়ে কামরাঙ্গাচর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আনোয়ার হোসেন আনুর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তার বিরুদ্ধে পুলিশকেও আক্রমণ করার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, তাকে আমরা অভিযোগের ভিত্তিতে কয়কবার গ্রেপ্তার করেছি। কিন্তু জামিনে বেরিয়ে এসে আবারো অপকর্ম করে। আমরা খোঁজ খবর নিচ্ছি। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১