বাংলাদেশের খবর

আপডেট : ২১ জুলাই ২০২১

মাথায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা


মেহেরপুরের মুজিবনগরে ডিউটিরত অবস্থায় রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন এক পুলিশ কনস্টেবল। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

সাইফুল নামের ওই কনস্টেবল মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার কবুরহাটে। বাবার নাম মো. আলী।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম বলেন, রতনপুর পুলিশ ক্যাম্পে ডিউটিতে ছিলেন কনস্টেবল সাইফুল। এ অবস্থায় তার কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেছেন। গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা ছুটে গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার স্ত্রীও মেহেরপুরে নারী পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা পারিপার্শ্বিক কারণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, যে কারণে আত্মহত্যা করে থাকতে পারেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১