বাংলাদেশের খবর

আপডেট : ২২ জুলাই ২০২১

শিমুলিয়া ঘাটে উভয়মুখী যাত্রীর চাপ

শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে যাত্রীদের চাপ ছবি: বাংলাদেশের খবর


ঈদের খুশি স্বজনদের সঙ্গে ভাগাভাগি সীমিত করে আগামীকাল হতে ফের বিধিনিষেধ থাকায় কর্মস্থলে ফিরছে মানুষ। অন্যদিকে যারা ঈদের আগে বাড়ি ফিরতে পারেনাই ফের টানা ১৪ দিনের কঠোর বিধিনিষেধের ঘোষণায় অনেকে আবার গ্রামেও ফিরে যাচ্ছেন। তাই শিমুলিয়া ঘাটে আজ বৃহস্পতিবার (২২ জুলাই) ভোড় হতে উভয়মুখী যাত্রীর চাপ রয়েছে।

কর্মস্থলমুখী মানুষের মাঝে ঈদের আনন্দের ছোঁয়া থাকলেও পাশাপাশি রয়েছে দ্রুততম সময়ে স্বজনদের রেখে আসার বেদনা।

প্রিয়জনদের সাথে ঈদ করতে নড়াইল যাওয়া যাত্রী তুষার বলেন, দুই দিন আগে ঈদ করতে বাড়ি গিয়েছিলাম।কাজ থাকায় আবার ঢাকায় ফিরতে হচ্ছে। অনেকদিন পর গিয়ে দুইদিনেই ফিরে আসা খুব কষ্টের। বিধিনিষেধ না থাকলে হলে আরো কয়েকদিন থেকে আসতাম। ঈদের আনন্দ থাকলেও কিছুটা খারাপও লাগছে।

খুলনার যাত্রী মো. আরিফ ঢাকাতেই ঈদ করেছেন। তবে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের ঘোষণা করায় এই সময়টা গ্রামের বাড়িতে কাটাবেন বলে রওনা হয়েছেন বাড়ির উদ্দেশে। তবে দুই সপ্তাহ পর কর্মস্থল ঢাকায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে তার মনে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ৮৬টি লঞ্চ ও ১৮ ফেরি চলছে।   শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলী জানান, ঈদ শেষে মানুষের যত চাপই হোক বিআইডব্লিউটিসি প্রস্তত রয়েছে। সবগুলো ফেরি সার্ভিসে নিয়োজিত আছে। ঈদে সেবা দেওয়ার জন্য কাউকে ছুটি দেওয়া হয়নি। আমরা সর্বক্ষণিক নিয়োজিত রয়েছি।

এ ব্যাপারে নৌ পুলিশ ফারির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ঘাটে প্রচন্ড গাড়ি ও যাত্রীর চাপ রয়েছে। আমরা চাপ সামলাতে হিমশিম খাচ্ছি।

শিমুলিয়া ঘাটের নদী বন্দরের বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. সোলাইমান বলেন, ঘাটে যাত্রী চাপ রয়েছে। যাত্রীরা বাড়ি ফেরার সাথে সাথে ঈদ শেষে অনেকে কর্মস্থলে ফিরছেন তাই সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। এ মুহুর্তে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ৮৬ টি লঞ্চ চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১