বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০২১

আফগানিস্তানে কারফিউ জারি


তালেবান ঠেকাতে আফগানিস্তানে রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার। গতকাল শনিবার এ কারফিউ ঘোষণা করা হয়।

স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সহিংসতা নিয়ন্ত্রণে এবং তালেবানের যাতায়াত সীমিত করতে দেশের ৩৪টি প্রদেশের ৩১টিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। শুধুমাত্র রাজধানী কাবুল, পাঞ্জসির এং নানগাহার প্রদেশ এর বাইরে থাকছে।

গত এক সপ্তাহে আফগান বাহিনীর সঙ্গে লড়াই করে ক্রমাগত আফগানিস্তানের বেশিরভাগ শহর নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। বেশ কয়েকটি প্রদেশের প্রধান শহর ছাড়াও সীমান্তের বেশ কিছু চৌকি দখলে নিয়েছে জঙ্গিরা।

এরইমধ্যে তাদের দখলে গেছে চারশ’র বেশি জেলা। এ পরিস্থিতিতে আফগানিস্তানে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করা হলো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১