বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০২১

উপজেলায় বাড়ছে মানুষের করোনা আক্রান্তের সংখ্যা

কলাপাড়ায় উন্মুক্ত স্থানে নেওয়া হয়নি কাঁচাবাজার


পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সংক্রমন বাড়লেও ভীড় কমেনি কাঁচাবাজার ও সড়কে। সরকারি নির্দেশনা অনুযায়ী ঊন্মুক্ত স্থানে কাঁচা বাজার বসানোর নির্দেশনা থাকলেও সে নির্দেশ মানা হচ্ছে না কলাপাড়া পৌর শহরের কাঁচা বাজারে। সকাল থেকে ঘিঞ্জি এ বাজারে মানুষের উপচেপড়া ভীড় থাকলেও ছিলো না স্বাস্থ্যবিধি। এমনকি প্রশাসনের ছিল না কোন তদারকি।

একই অবস্থা পৌর শহরের সর্বত্র। সকাল থেকে প্রধান সড়কে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশায় মূল সড়কে একটু পরপরই অটোজট সৃষ্টি হয়। শহরে ছিলো না কোন টহল পুলিশ। এ কারণে দোকানগুলো সামনে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ীরা সুযোগ পেলেই তাদের পণ্য বিক্রি করছে। যদিও প্রশাসনের টহর গাড়ির শব্দ পেলে মূহুর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে সড়ক।

লকডাউনের গত দুদিনে প্রশাসনের ভ্রাম্যমান আদালত কলাপাড়ায় ৩৭টি মামলায় ৭৫ হাজার দুইশ টাকা অর্থদন্ড করলেও থামেনি মানুষের অবাধ চলাচল।

হাসপাতাল সূত্রে জানা যায়, কলাপাড়ায় গত শনিবার ২৯ জনের করোনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছে একজন। এ নিয়ে উপজেলায় ২৪ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে ৬৫২ জন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বৃষ্টির কারনে কাঁচা বাজার উন্মুক্ত স্থানে নেওয়া হয়নি। তবে দ্রুতই বাজার সড়িয়ে ফেলা হবে। একই সাথে লকডাউন কার্যকর করতে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের টহল অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১