বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জুলাই ২০২১

ভারতে পাহাড় থেকে পাথর পড়ে ৯ জনের মৃত্যু


ভারতের হিমাচল প্রদেশে পাহাড় থেকে পাথর পড়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হতাহতরা সবাই পর্যটক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক জানানোর পাশাপাশি হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (২৫ জুলাই) প্রদেশটির কিন্নরে ভয়াবহ ভূমিধসের পর পাথরগুলি নিচের একটি সেতুতে আচড়ে পড়লে তা ভেঙে পড়ে। ভয়াবহ ওই ভূমিধসের ভিডিও প্রকাশ হয়েছে। সেতুর পাশে থাকা বেশকয়েকটি গাড়িতেও পাথরের ধাক্কা লাগে। এতে কয়েকটি গাড়ি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। হতাহত হন কয়েকজন পর্যটক।

ভূমিধসের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীদলের সদস্যরা। যোগ দেন পুলিশ সদস্যরাও। পরে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী। একইসঙ্গে গভীর শোক জানানোর পাশাপাশি মৃতদের দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার করে রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির আবহাওয়া দপ্তর হিমাচল প্রদেশে ভূমিধসের পূর্বাভাস দিয়েছে। একইসঙ্গে জারি করা হয়েছে সতর্কতা।

এদিকে মহারাষ্ট্রে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রোববার (২৫ জুলাই) মৃতের সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবল রায়গড়েই ভূমিধসে নিহত হয়েছেন অন্তত ৪০ জন। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ৯০ হাজারের বেশি বাসিন্দাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১