বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জুলাই ২০২১

রামেক করোনা ওয়ার্ডে আরো ২১ জনের মৃত্যু


গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর সাতজন, পাবনার পাঁচজন, নওগাঁর চারজন, নাটোরের তিনজন, চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন।

এর মধ্যে ১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়ে মারা গেছেন। বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯৯ জন।

এর আগের দিন দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪১৩টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা পজিটিভ আসে। এ হিসেবে জেলাটিতে শনাক্ত হার ২২ দশমিক ৫২ শতাংশ। এছাড়া নাটোরের ২৭৪টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের পজিটিভ আসে; শনাক্ত হার ৩৮ দশমিক ৩২ শতাংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১