বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জুলাই ২০২১

কঠোর বিধিনিষেধ বাড়বে কি না সিদ্ধান্ত আজ


দেশের বর্তমান করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সরকারের শীর্ষ পর্যায়ে এক সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিধিনিষেধ আরও কঠোর বা বাড়ানো হবে কি না- এ নিয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মঙ্গলবার দুপুর দেড়টায় শীর্ষপর্যায়ের একটা মিটিং অনুষ্ঠিত হবে। এতে সারাদেশের করোনা সংক্রমণের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। বিধিনিষেধ আরও কঠোর বা বাড়ানো হবে কিনা- এ নিয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিধি-নিষেধেও বেসরকারি অফিস ও কলকারখানা খোলা থাকার বিষয়ে তিনি বলেন,আমার সঙ্গে রোববারও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজির সঙ্গে কথা হয়েছে, অফিসগুলোর কিছু মেশিন চালু রাখতে হয়। ওই টেকনিক্যাল (কর্মী) যায়-আসে। অনেক জিনিস আছে, সার্ভিসিং করতে হয়, এগুলো তারা করছে। একারণেই কিছু অফিস ও কারাখানা খোলা আছে। এগুলো আমাদের মোবাইল কোর্ট তদারক করছে।

করোনা নিয়ন্ত্রণের বিষয়টি সরকারেরর কাছে সবচেয়ে প্রাধান্য পাচ্ছে উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালের সিট বাড়িয়ে, ডাক্তার বাড়িয়ে করোনা নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো স্পেন, ডেনমার্ক, সুইডেন, জার্মানি এবং পাশের দেশ ভারতই এর বড় প্রমাণ। মানুষ যদি মাস্ক না পড়ে, সামাজিক দূরত্ব না মানে করোনা নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব।

করোনা সংক্রমণ পরিস্থিতি করনীয় নির্ধারনের বৈঠকে অংশ নিতে এর মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১