বাংলাদেশের খবর

আপডেট : ২৮ জুলাই ২০২১

পাহাড় ধসের শঙ্কায় ৯০ পরিবারকে সরিয়ে নিলো চট্টগ্রাম জেলা প্রশাসন


পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রাম জেলা প্রশাসন নগরের বিভিন্ন স্থানে বসবাসরত ৯০টি পরিবারের প্রায় ৩০০ জন সদস্যকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়েছে। মঙ্গলবার রাত থেকে নগরের খুলশী ও বায়েজিদ এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিয়ে ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী কিছু সংখ্যক লোকজনকে আমরা নিরাপদ স্থানে নিয়ে আসি। অনেকে তাদের আবাসস্থল ছেড়ে আসতে চায়নি। পরে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে পুলিশের সহায়তায় আমরা তাদেরকে নিয়ে এসেছি। তাদের জন্য খাবারসহ সব সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থান থেকে ৯০টি পরিবারের ৩০০ জন সদস্যকে সরিয়ে নিয়ে এসেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১