বাংলাদেশের খবর

আপডেট : ২৮ জুলাই ২০২১

পুলিশ আসার খবরে নদীতে কিশোরের লাফ, নিখোঁজের সন্ধানে ডুবুরী দল


গাজীপুরের কালীগঞ্জে পুলিশ আসার খবরশুনে রাব্বি হাসান (১৯) নামের এক কিশোর নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর বুধবার পৌনে ১২ টার দিকে থেকে কালীগঞ্জ ও টঙ্গী ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযানে নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর ৩টা) ডুবুরী দলের উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিটার আব্দুল জলিল।

নিখোঁজ রাব্বি হাসান উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরি গ্রামের খোকন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ হোসেন (১৯) জানান, বঙ্গবন্ধু বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীতে রাখা একটি জাহাজের ৩ তলায় বসে রাব্বিসহ জিহাদ (১৮), তায়েব (২০), রাফি (১৮), সজিব-১(১৯) সজিব-২ (১৯) মিলে আড্ডা দিচ্ছিল এবং মোবাইলে গেমস খেলছিল। এ সময় ওই জাহাজের নিচ তলায় দুই দল কিশোর-যুবক মারামারি করছিল। ঘটনাক্রমে নদীর পাশের রাস্তা দিয়ে টহল পুলিশ যাচ্ছিল এবং হইচই শুনে টহল পুলিশ জাহাজে যায়। এ সময় মারামারি করা কিশোর-যুবকরা পুলিশ বলে চিৎকার করে। পরে পুলিশের কথা শুনে রাব্বি নদীতে ঝাঁপ দেয়। এরপর আর তাকে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ রাব্বির বাবা খোকন মিয়ার জানান, তার ছেলে স্থানীয় প্রাণ-আরএফএলে চাকরি করেন।এখন লকডাউনে বাড়িতে বসা। ঘটনার দিন বন্ধুদের সাথে জাহাজে আড্ডা দিচ্ছিল। পরে পুলিশের কথা শুনে নদীতে লাফ দিয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, পুলিশ ওই সময় ওই এলাকায় মাদকের অভিযানে গিয়েছিল। এ সময় কিশোরেরা অভিযানস্থলের নিকটবর্তী স্থানে মারামারি করছিল। পরে পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ওই যুবকেরা পালিয়ে যায়। কেউ পানিতে লাফিয়ে পড়া বা নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের জানা নেই। কেউ আমাদের কিছু বলেনি বা সাধারণ ডায়েরী (জিডি) করতেও আসেনি। তবে সকালে ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১