বাংলাদেশের খবর

আপডেট : ২৮ জুলাই ২০২১

আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ


আগামী রোববার ও বুধবার সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আগামী ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে। আজ বুধবার নতুন এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রোববার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

দেশে চলমান কঠোর বিধিনিষেধে ব্যাংক লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে সচল রয়েছে দেশের ব্যাংকগুলো। একই সঙ্গে শেয়ারবাজারেও লেনদেন চলছে।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১