বাংলাদেশের খবর

আপডেট : ২৮ জুলাই ২০২১

মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ কিশোরসহ তিনজনের মৃতদেহ উদ্ধার


কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও নাসির খালে ডুবে যাওয়া তিন জনকে আজ বুধবার বিকেলে উদ্ধার করা হয়েছে। রামু ফায়ার সার্ভিস ও চট্টগ্রামের ডুবুরি দল তাদেরকে পর্যায়ক্রমে উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারকৃতরা হচ্ছে ঈদগাঁও দরগাপাড়ার মুহাম্মদ শাহজাহানের ছেলে মো. ফারুক (২৬) ও দেলোয়ার হোসেন (১৫) এবং অন্যজন তাদের নিকট আত্মীয় মুরশেদ (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তারা উক্ত খালের ঈদগাঁও বাসষ্টেশন অদূরে দরগাহ পাড়া পয়েন্টে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে এলাকাবাসী বেশ কিছু জায়গায়ে খোঁজাখুজি করে না পেলে পরে প্রশাসন এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ চেস্টা করে বিকালে ৩ জনের মৃত দেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ, গত ৩ দিনে প্রবল বর্ষণে ঈদগাঁও এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় এক লাখ মানুষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১