বাংলাদেশের খবর

আপডেট : ০৯ আগস্ট ২০২১

না ফেরার দেশে অভিনেতা অনুপম শ্যাম


ভারতের খ্যাতনামা অভিনেতা অনুপম শ্যাম (৬৩) আর নেই। সম্প্রতি অভিনেতাকে কিডনি সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার (৮ আগস্ট) মাল্টি অর্গান ফেইলিউরের কারণে মৃত্যু হয় অনুপম শ্যামের।

মূলত খলনায়কের চরিত্রেই দর্শকদের মন জয় করেছিলেন অনুপম শ্যাম। ২০০৯ সালে প্রচারিত ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’র জন্য বেশ পরিচিতি পেয়েছিলেন। চলতি বছর শুরু হয় ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’র দ্বিতীয় সিজন। অসুস্থ থাকা সত্ত্বেও কাজে ফিরেছিলেন এ বর্ষীয়ান অভিনেতা।

গত বছর জুলাই মাসে কিডনির সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হন তিনি। সব জমা পুঁজি তার চিকিৎসার জন্য খরচ হয়ে যাওয়ায় বলিউডের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছিল তার পরিবার।

১৯৯৬ সালে শ্যাম বেনেগালের সর্দারি বেগম ছবি দিয়ে অভিনয় জীবন শুরু অনুপম শ্যামের। এরপর ‌‌‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘দিল সে’, ‘লাগান’, ‘জখম’, ‘দুশমন’, ‘সত্য’, ‘হাজারো খাওয়াইশে অ্যায়সি’র মতো ছবিতে কাজ করেছেন তিনি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও বেশ সরব ছিলেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১